নাটোরে জুম্মার নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পুলিশ সদস্য সহ অন্তঃত ৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজের পর নাটোর সদর উপজেলার পশ্চিম হাগুরিয়া মসজিদে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম নিয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এক ইউপি সদস্য সহ ৯ জনকে আটক করে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ও এলাকাবাসী জানান, শুক্রবার জুম্মার নামাজের পূর্ব হাগুরিয়া মসজিদের ইমাম সরকারি নীতি মেনে ১২ জন মুসল্লি নিয়ে মসজিদের দরজা বন্ধ করে জুম্মার নামাজ আদায় করেন।
এতে স্থানীয় কয়েকজন ব্যক্তি মসজিদে জুম্মার নামাজ আদায় করতে ব্যর্থ হয়। নামাজ শেষে শাহীন আহমেদ নামে স্থানীয় এক যুবক ও কয়েকজন মুসল্লি ইমামের ওপর হামলা চালায়। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শাহীনকে ধরে মারপিট করে অন্য মুসল্লিরা। ঘটনাটি পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে গেলে স্থানীয়দের সাথে পুলিশের কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এসময় দুই পুলিশ সদস্য সহ অন্তঃত ৫ জন আহত হয়। খবর পেয়ে নাটোর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং এক ইউপি সদস্য সহ ৯জনকে আটক করে। আহত পুলিশ সদসদের নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনার সাথে আরো জড়িতদের আটকের জন্য পুলিশী অভিযান চলছে।