নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। আজ বুধবার বিকেলে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয়। পরে তারা সেখানে এক সমাবেশের আয়োজন করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আহাদ আলী সরকার, সিরাজুল ইসলাম পিপি, উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারন সম্পাদক আ্যাডভোকেট মালেক শেখ, যুব লীগের সাধারন সম্পাদক রুহুল আমীন বিপ্লব, ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম শাহীন। সমাবেশে বক্তারা বলেন, প্রশাসন জানে কারা পৌর যুবলীগ নেতা মিঠুন আলীর ওপর হামলা করেছে। কিন্তু মামলায় তাদের আসামী না করে অন্যদের নামে মামলা করা হয়েছে। আগামি ৭২ ঘন্টার মধ্যে যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় তাহলে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তারা প্রশাসনের কাছে দাবী জানান এই মামলা যেন সুষ্ঠ তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হয়।