নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের দুই দিনের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম পরিদর্শন করেছের জেলা ও পুলিশ প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের দিঘাপতিয়া এম কে অনার্স কলেজ মিলনায়তনে দুইদিনের এই প্রশিক্ষণের শেষ দিনে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার শামীম আহমেদ। এ সময় তিনি বলেন ভোট গ্রহণকালে দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কঠোর মনিটরিংএর মাধ্যমে নির্বাচনে ভোট গ্রহণ করতে হবে। ভোট গ্রহণকালে দায়িত্বরতদের যে কোন প্রভাব উপেক্ষা করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ সময় পুলিশ সুপার সাইফুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন উপস্থিত ছিলেন। আটজন প্রিজাইডিং অফিসার, ১৫জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৮ জন পোলিং অফিসার এই প্রশিক্ষনে অংশ নেন। গতকাল শনিবার শুরু হওয়া এই প্রশিক্ষণ আজ শেষ হবে।
জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক জানান, প্রশিক্ষণে ইভিএম মেশিনের ব্যবহার, সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা, ভোটকেন্দ্র বিন্যাস, সিসি ক্যামেরা’র ব্যবহার, ভোট গ্রহন ও গণনা, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষিত ভোট গ্রহনকারী কর্মকর্তাবৃন্দ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নাটোর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্বে নিয়োজিত থাকবেন। ইভিএম মেশিনের মাধ্যমে জেলার আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।