নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে কাজ শুরু করেছে জেলা পুলিশ।
আজ মঙ্গলবার বেলা ১১টায় বড় হরিশপুর বাইপাস মোড়ে এ সংক্রান্ত ‘নো মাস্ক নো এন্ট্রি’ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার লিপন কুমার সাহা বলেন, কোভিড-১৯ এর ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ বাস্তবায়নে কাজ করবে জেলা পুলিশ। সমগ্র জেলায় মাস্ক ছাড়া কোন যানবাহনে কেউ চলাচল করতে পারবেন না। জনসমাগমের স্থানসমূহেও শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কাজ করবে পুলিশের সদস্যবৃন্দ। প্রয়োজনে মাস্ক প্রদান করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর বিকর্ণ কুমার চৌধুরী প্রমুখ। পুলিশ সুপার লিটন কুমার সাহা আরো বলেন, আগামীকাল জেলা সদরে ও জেলার সাতটি থানা এলাকাতে জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হবে। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার উদ্বুদ্ধ করতে নাটোরের জেলা প্রশাসন গত বৃহস্পতিবার থেকে সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করে এবং জনসাধারণের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করে।