নাটোর প্রতিনিধি:
নাটোরে ট্রাকের ধাক্কায় আব্দুর রাজ্জাক নামে সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শহরতলীর দিঘাপতিয়া ওয়াই মোড় এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত আব্দুর রাজ্জাক সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের শিবদুরগ্রামের নাদের আলীর ছেলে ও বনপাড়া সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার।
নাটোর সদও থানার উপ-পরিদর্শক প্রতুল কুমার ও স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক প্রতিদিনের মত আজও সকালে বাড়ী থেকে বের হয় তার কর্মস্থল বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সোনালী ব্যাংকে যাওয়ার জন্য। পথে দিঘাপতিয়া ওয়াই মোড়ে দাঁড়িয়ে ছিলো বাসের অপেক্ষায়। এ সময় বগুড়াগামী একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আব্দুর রাজ্জাক সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।