নাটোর প্রতিনিধি: নাটোরে বেলুন উড়িয়ে এবং শোভাযাত্রার মধ্য দিয়ে ট্রাফিক পক্ষের উদ্বোধন।
বৃহস্পতিবার শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে বেলুন উড়িয়ে ট্রাফিক পক্ষের উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় মাদ্রাসা মোড়ে ফিরে আসে। পরে সেখানে বাস ট্রাক ও মোটরসাইকেল চালকদের মাঝে ট্রাফিক আইন সংক্রান্ত সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা,অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মীর আসাদুজ্জামান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ন দাস সহ পুলিশ বিভাগের কর্মকর্তারা। ট্রাফিক পক্ষ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।