নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ট্রেনে কাটা পড়ে লাল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে শহরতলীর তেবাড়িয়া বাইপাসের লেঙ্গুরিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত লাল মিয়া একই এলাকার আনোয়ার মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে লাল মিয়া রেললাইন ধরে নাটোর স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা হতে রংপুর গামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ এসে তার মরদেহ ময়না তদন্তের জন্য নিযে যায়। এলাকাবাসী জানায় লাল মিয়া কানে কম শুনতেন। হয়ত পেছন থেকে আসা ট্রেনের শব্দ শুনতে না পেয়ে এই দূর্ঘটনার সম্মুখীন হয়ে প্রাণ হারালেন।