নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে মিনি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রায় দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। আজ সোমবার ভোরে নাটোর শহরতলীর তেবারিয়া রেল ক্রসিং এ এই দূর্ঘটনাটি ঘটে।
নাটোর রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার অশোক চক্রবর্তি জানান,ঢাকা থেকে কুড়িগ্রামমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর রেল স্টেশনে প্রবেশের পূর্বে নাটোরের তেবারিয়া রেল ক্রসিং এলাকায় রেল লাইনের ওপর একটি মিনি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি লাইনের ওপর আটকে পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে যেহেতু ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর আগ মুহুত্বের সময় সেকারনে ট্রেনের গতি একেবারে কম থাকায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে রেল লাইন থেকে ট্রাকটি উদ্ধার করলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।