নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অভিযানে ৮ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
নাটোরের সিংড়া উপজেলার লালোর হোলাপাড়া থেকে ৮ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি সৈকত হাসান জানান- গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে সিংড়া উপজেলার লালোর হোলাপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী নজরুল সরদারের বসতবাড়ি তল্লাশি চালিয়ে লাল রং এর পলিথিনে মোড়ানে ৮ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় মাদক ব্যবসায় জড়িত থাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী লালোর হোলাপাড়া গ্রামের লজু সরদারের ছেলে নজরুল সরদার ও তার স্ত্রী মোমেনা বেগম এবং একই উপজেলার খেজুরতলা গুচ্ছ গ্রামের আদশ শাহের পুত্র সবুজ এবং মোহাম্মদ আলীর পুত্র মাজেমকে আটক করা হয়। এ ব্যাপারে নাটোরের সিংড়া থানায় গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।