নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর ও সিংড়ায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ লাখ ৯০ হাজার টকা সহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। আটককৃতরা গুরুদাসপুর উপজেলা চাঁচকৈড় বাজার পাড়া মহল্লার কামাল শাহ ও সিংড়া উপজেলার পাম গ্রামের আব্দুল লতিফ। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ তাদের আটক করা হয়।
নাটোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, গেপান সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ পরিদর্শক মিঠুন কুমার সরকারের নেতৃত্বে একটি টিম গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার পাড়া এলাকার কামাল শাহর বাড়ীতে অভিযান চালায়। এসময় কামাল শাহ পুলিশের উপস্থিতি টের পেয়ে হাতে একটি ব্যাগ নিয়ে বাড়ীর পিছনের প্রাচীর টপকে বাড়ী থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ডিবি পুলিশের সদস্যরা তার পিছু ধাওয়া করে তাকে আটক করে। আটকের পর তার ব্যাগ তল্লাশী করে দই শত পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করে। পরে আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে। অপরদিকে ডিবি পুলিশের উপ পরিদর্শক আবু সাদাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন সিংড়া উপজেলার পাম গ্রামে একটি চায়ের দোকানের সামনে রাস্তায় একজন মাদক ব্যাবসায়ী ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছেন। সংবাদ পেয়ে তিনি তার উর্দ্ধোতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে ঘটনাস্থলে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা আব্দুল লতিফ পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তার পিছু নিয়ে তাকে আটক করে দেহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার পড়নের লুঙ্গির ভিতর থেকে দউ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর আককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। থানা পুলিশে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে।