নিজস্ব প্রতিবেদক:
নাটোরে দস্যুতার আলামত সহ ৪ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব নাটোর ক্যাম্প। গতরাতে সদর উপজেলার দিয়ারভিটা গ্রামের রাজলংকা পাওয়ার প্লান্ট মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ধারালো হাসুয়া,চাইনিজ কুড়াল, খুর ও চাকু উদ্ধার করা হয়।
র্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দিয়ারভিটা গ্রামের রাজলংকা পাওয়ার প্লান্ট মোড় এলাকায় অভিযান চালায় র্যাবের একটি টিম। অভিযানকালে ওই এলাকার কয়েকজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডসহ দস্যুতা ও ছিনতাই এর অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা সদর উপজেলার লেংগুরিয়া গ্রামের লালন প্রামানিকের ছেলে রানা প্রামানিক,সিংগার দহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মামুন হোসাইন,বনবেলঘড়িয়া এলাকার আজগর আলীর ছেলে খোকন হোসেন ও সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের নিপেন সরকারের ছেলে বিষ্ণু সরকার।