নাটোর প্রতিনিধি:
নাটোরে টিআইবি’র সচেতন নাগরিক কমিটি সনাকের (সনাক) আয়োজনে দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার শহরের কানাইখালী মাঠ থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। সেখানে ফিতা কেটে তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, দুদক সহকারী পরিচালক খায়রুল বাশারসহ সনাক কর্মকর্তাবৃন্দ। উদেদ্বাধন শেষে অতিথিবৃন্দ মেলায় ষ্টলগুলো ঘুরে দেখেন। পরে মেলার মঞ্চে সনাক সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ‘দূর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার,দুদক সহকারী পরিচালক খায়রুল বাশারসহ অন্যান্যরা। সভায় বক্তারা বলেন, যাতে করে সাধারণ মানুষ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানতে পারেন সেজন্যই এই মেলার আয়োজন। সকল ষ্টল থেকে নির্ভুল তথ্য সরবরাহ করার জন্য আহবান জানান তারা। এ সময় সনাক, ইয়েস, টিআইবি’র কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী তথ্য মেলায় রয়েছে সরকারী সেবাদানকারী ৫টি প্রতিষ্ঠানের গনশুনানী, দূর্নীতি বিরোধী চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দূর্নীতি বিরোধী কার্টুন ও ভিডিও ড্রামা প্রদর্শনী। মেলায় সরকারী ও বেসরকারী সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৪১ টি ষ্টল রয়েছে।