নাটোরে করোনা ভাইরাস সংক্রমণ কালে কর্মহীন দুঃস্থ আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যেগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যৌ উপস্থিত ছিলেন, জেলা আনসার কমান্ড্যান্ট শফিকুল আলম, সহকারী কমান্ডেন্ট মেহেদী হাসান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জগলুল আহমেদ।
এ সময় বক্তারা বলেন, করেনার প্রভাবে প্রতিটি মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী সেই সকল অসহায় মানুষের দুঃখ লাঘবে কাজ করে চলেছেন। তারই অংশ হিসেবে নাটোর জেলার প্রতিটি উপজেলায় আনছার সদস্যদের জন্য সামগ্রী দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেরিত ত্রান সামগ্রী আজ নাটোর সদর উপজেলার ৩০০ জন আনছার সদস্য ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বিতরণ করা হয়। বাঁকীদের ত্রান সামগ্রী প্রতিটি উপজেলায় প্রেরণ তরা হয়েছে। ত্রাণ সামগ্রী মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, একটি করে সাবান, একটি করে মাস্ক।