নাটোরে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে স্মারকলিপি প্রদান করেছেন জাতীয়তাবাদী কৃষকদল। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের কাছে এই স্মারকলিপি প্রদান করেন দলের নেতা-কর্মীরা। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বিভিন্ন সময়ে মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকরা কাঙ্খিত লাভের মুখ দেখতে পারেন না। তাই সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে সরকারের প্রতি আহবান জানান তারা। স্মারকলিপি প্রদানকালে জাতীয়তাবাদী কৃষক দলের জেলা শাখার আহবায়ক মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক কাজী বাবলু, বিএনপি নেতা রহিম নেওয়াজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।