নিজস্ব প্রতিবেদক:
নাটোরে নকল প্রসাধনী তৈরীর কারখানা শুভ এন্টারপ্রাইজে র্যাব-৫ এর সহায়তায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দেশী-বিদেশী বিভিন্ন ব্যান্ডের প্রায় ৪২ হাজার পিস নকল প্রসাধনী জব্দ,কারখানা মলিক মহিউদ্দিন কাজলকে সাড়ে তিন লাখ টাকা জরিমানাসহ কারখানাটি বন্ধ দেওয়া হয়। মঙ্গলবার রাত ১০ টা থেকে দুইটা পর্যন্ত সদর উপজেলার ফুলসর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। মহিউদ্দিন কাজল রাজশাহীর মালোপাড়া এলাকার বাসিন্দা।
নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ও র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফরহাদ হোসেন জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের ফুলসর গ্রামে ফয়েজ উদ্দিনের বাড়িতে অবস্থিত শুভ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এসময় ঐ বাড়িতে নকল প্রসাধনী কারখানার সন্ধান মেলে। অভিযানে দুবাই, ভারত, পাকিস্থান ও বাংলাদেশের বিভিন্ন কোম্পানীর প্রায় ৪২ হাজার নকল ক্রিম জব্দ করা হয়। পরে অবৈধ প্রক্রিয়ায় নামী দামী দেশী-বিদেশী বিভিন্ন ব্যান্ডের নকল প্রসাধনী প্রস্তুত করার দায়ে কারখানা মলিক মহিউদ্দিন কাজলকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মালামাল পুড়িয়ে ধ্বংস করা সহ কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।