নাটোর প্রতিনিধিঃ ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসন সহ সারা দেশে উপ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির বিরুদ্ধে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে নলডাঙ্গা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা উপজেলার হলুদঘর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ পাড়া এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন , জেলা বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন, পৌর যুবদলের আহবায়ক রুপচান সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুমন সহ নেতৃবৃন্দ