নিজস্ব প্রতিবেদক:
ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিবাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কৃতপক্ষ বিআরটিএ এর আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষন করে পুনরায় কালেক্টরেট ভবনের সামনে ফিরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনের কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রোকৌশলী কামরুল ইসলাম , পুলিশ পরিদর্শক (ক্রাইম) নীরেন্দ্র নাথ মন্ডল, নিরাপদ সড়ক চাই এর জেলা সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আলম হোসেন। সভায় বক্তারা বলেন, সড়ক দূর্ঘটনা রোধকল্পে নিরাপদ সড়ক চাই সংগঠনটি নিরলসভাবে কাজ করে চলেছে। কিন্তু অদক্ষ ও অশিক্ষিত চালকদের কারনে কোন ভাবেই দূর্ঘটনা রোধ করা সম্ভব হচ্ছে না। চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানের সময় আরো সতর্ক হওয়া সহ কতৃপক্ষকে সততার উদাহারণ সৃষ্টি করতে হবে। এছাড়াও চালক ও তাদের সহযোগিদের প্রশিক্ষনের ব্যাবস্থার কথাও বলেন তারা।