নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন উত্তোলন নিয়ে সভাপতি প্রার্থীর উপর হামলা করেছে প্রতিপক্ষরা। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনী কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার শহরের হরিশপুরে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে নির্বাচন স্থগিতের ঘোষণা করেন।
এ ব্যাপাের সভাপতি প্রার্থী মিঠুন আলী ও হামলার শিকার মানিক হোসেন বলেন, তিনি আজ মনোনয়ন পত্র উত্তোলন করতে কার্যালয়ে যান। এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার ও তার সমর্থকদের উপর হামলা চালিয়ে মারপিট করে। এবং মনোনয়ন পত্র উত্তোলন করতে দিবেনা বলে হুমকি দেন। নির্বাচন কমিশনার সৈয়দ মোত্তর্জা আলী বাবলু বলেন,মনোনয়ন পত্র উত্তোলন নিয়ে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। তবে উভয় পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির ঘটনা ঘটেছে।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মহসিন জানান, আগামি ৩ সেপ্টেম্বর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন পত্র উত্তোলনের শেষ দিন ছিল মঙ্গলবার। সেই হিসেবে সভাপতি প্রার্থী মিঠুন আলী তার মনোনয়ন পত্র উত্তোলন করতে কার্যালয়ে যান। এ সময় সেখানে উপস্থিত প্রতিপক্ষের লোকজন মিঠুনের উপর হামলা চালায়। এতে মিঠুন সমর্থকরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকার পরিবেশ শান্তিপূর্ন রাখতে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনী সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।