নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পুকুর থেকে সামসুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের লক্ষিপুর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সামসুল ইসলাম একই এলাকার আমির আলী মোল্লার ছেলে। নিহতের পরিবারের অভিযোগ পুলিশের ভয়ে তিনি পুকুরে ঝাপ দেয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত রাত দেড়টার দিকে লক্ষ্মীপুর পশ্চিমপাড়া গ্রামের আক্কাস আলীর পুকুর পাড়ে জুয়া খেলা হচ্ছে এমন এক গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সামসুল ইসলাম দৌড়ে পালাতে গিয়ে পুকুরে ঝাপ দেয়। কিন্তু আর পুকুর থেকে উঠে আসেনি। পরে স্থানীয়রা পুকুরে জাল নামিয়েও সামসুলের কোন খোঁজ পায় না। এরপর আজ রবিবার সকালে এলাকাবাসী ওই পুকুরে সামসুলের মরদেহ ভাসতে দেখে ৯৯৯ নম্বরে কল দেয়। খবর পেয়ে ও ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।