নিজস্ব প্রতিবেদক
নাটোরে ব্যাবসা প্রতিষ্ঠানেে সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়েছে ব্যবসায়ীরা। এই ঘটনায় পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৪জনকে আটক করেছে।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের ছায়াবানি সিনেমা হল মার্কেটের ভিতরে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে পুলিশের এক উপ-পরিদর্শক ছায়াবানি সিনেমা হল মার্কেটের ভিতরে মোটরসাইকেল রাখে। এই মোটরসাইকেল রাখা নিয়ে ওই মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ব্যবসায়ীরা ওই পুলিশ সদস্যর ওপর হামলা করে মারপিট শুরু করে। পরে ঘটনাটি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের জানালে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে ব্যবসায়ীদের ওপর লাঠি চার্জ করে। এ সময় ব্যবসায়ীরা ছুটাছুটি করতে থাকে। মুহুর্তের মধ্যে মার্কেটের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে আটককৃতদের নাম পরিচয় জানায়নি পুলিশ।
এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহম্মেদ বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। মামলা হবে কি না তা এখনো জানাতে পারেনি তিনি। ঘটনাস্থল উর্দ্ধোতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।