নাটোর প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবীতে নাটোরে পুলিশি বাধায় বিক্ষোভ সমাবেশ করতে পারেনি বিএনপি।
সোমবার সাড়া দেশের ন্যায় জেলা বিএনপি’র উদ্যোগে শহরের আলাইপুর এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার জন্য সমবেত হয় দলের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে মিছিলকারীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করে। পরে সেখানে তারা এক প্রতিবাদ সভা করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা রহিম নেওয়াজ, শহর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন টকরসহ দলীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। এ সরকারের অধিনে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। বক্তারা প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবী জানান। এছাড়াও তারা পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে তারা কঠোর আন্দোলনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনকে পদত্যাগে বাধ্য করবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করে। বাপ্পী লাহিড়ী নাটোর ১১-০১-২০২১