নিজস্ব প্রতিবেদক:
নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেছেন, একজন পুলিশ সদস্য হল দেশের সম্পদ। দেশের প্রতিটি মানুষের সততার সাথে নিরাপত্তা দেওয়াই তাদের প্রধান কাজ। সেই পুলিশ সদস্যকে সম্পুর্ন মেধা দিয়ে সততার সাথে সকল পরীক্ষায় পাশ করে পুলিশে নিয়োগ পেতে হবে। কোন রকম বা প্রতারকের পাল্লায় পড়ে অর্থ লেনদেন করে পুলিশ হওয়ার কোন সুযোগ নাই। সেকারনে আগামী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় নিজের মেধার ওপর বিশ্বাস রাখার আহব্বান করেছেন। নিয়োগ পরীক্ষা স্বচ্ছ করতে নাটোর পুলিশের পক্ষ থেকে সব দিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। নিয়োগ পরীক্ষা স্বচ্ছ করতে দুইজন অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন শুধু নিয়োগ পরীক্ষায় আগতরা সতর্ক হলেই নাটোর পুলিশের উদ্দেশ্য সার্থক হবে। তিনি আরো বলেন নাটোরে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে কারো সাথে অবৈধভাবে সুযোগ নেওয়ার চেষ্টা না করার জন্যও জানিয়েছেন তিনি। এছাড়াও পুলিশে নিয়োগ পাইয়ে দিবে বলে কোন ব্যক্তি অর্থ চাইলে তা দ্রুত নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আকরামুল ইসলাম ও নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন। পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে দালাল ও প্রতারক চক্রকে রুখতে নাটোরের গোয়েন্দা (ডিবি) পুলিশ সহ ডিএসবির সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। আগামী ২২ জুন নাটোর পুলিশ লাইন্স মাঠে নাটোর জেলার কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুলিশ হেড কোয়াটার থেকে গড়ে দেওয়া নিয়োগ কমিটির সদস্যরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পুর্ন করবেন।
নাটোরের পুলিশ সুপার কার্যালয় সুত্রে জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় নতুন পুরুষ পদে ২৩ জন,নতুন নারী পদে ৪ জন,বিশেষ কোটায় অপুরনকৃত পদে পুরুষ ২৪ জন,নারী ১৮ জন। সর্বমোট ৬৯ জনকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।