নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পূর্ব শত্রুতার জের ধরে বন্ধন ইসলাম নামে এক যুবককে কুপিয়েছে প্রতিপক্ষরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের দক্ষিণ বড়গাছা এলাকায় বন্ধনকে কুপিয়ে জখম করা হয়। আহত বন্ধন শহরের দক্ষিণ বড়গাছা এলাকার রফিকুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় বন্ধনকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত বন্ধন ও স্থানীয়রা জানান, শহরের তেবাড়িয়া এলাকার সোহান, সাব্বির, নয়ন ও রিপন সহ অজ্ঞাত নামা ৩/৪ জন যুবক বন্ধনের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আতর্কিত হামলা চালায়। এসময় বন্ধনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত বন্ধনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গতকাল বুধবার নাটোর নবাব সিরাজ উদ দ্দৌলা কলেজ অডিটোরিয়ামে সামনে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জের জের ধরেই এই হামলা ও জখমের ঘটনা ঘটেছে। বর্তমানে অত্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, তিনি এমন একটি ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি পাঠিয়েছেন।