নিজস্ব প্রতিবেদক:
নাটোরের আহম্মেদপুরে লরীর ধাক্কায় ভ্যানের যাত্রী পারুল বেগম নামে এক নারী ও বড় হরিশপুরে পুলিশ লাইনসের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় হাইয়েস মাইক্রোবাসের ধাক্কায় হানিফ মিয়া নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় ভ্যানের যাত্রী আরো দুইজন আহত হয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে এই দূর্ঘটনা দুইটি ঘটে। নিহত পারুল বেগম সদর উপজেলার আহম্মেদপুরের কাছুটিয়া গ্রামের মোহম্মদ আব্দুলাহর স্ত্রী ও হানিফ মিয়া শহরের বড় হরিশপুর এলাকার আলী মিয়ার ছেলে। এ ঘটনার পর লরীটিকে পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ীর সার্জেন্ট জাহিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, সদর উপজেলার আহম্মদপুরের কাছুটিয়া গ্রামের পারুল বেগম সহ ৫ জন যাত্রী একটি অটো ভ্যানে চড়ে নাটোর শহরে যাচ্ছিলেন। পথে আহম্মেদপুর বাজারে একটি লরী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পারুল বেগম মারা যায়। এ সময় আহত হয় আরো দুই যাত্রী। এদিকে একই সময় নাটোর শহরের বড়হরিশপুরে রাস্তা পারাপার হওয়ার সময় নাটোর থেকে বনপাড়া গামী একটি হাইয়েস মাইক্রোবাস হানিফ মিয়াকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হানিফ মিয়া মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।