নাটোরে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান মন্ত্রীর ৭৪তম জন্মদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কোরান খতম, স্কুলের শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আকরাম হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।