লীড ব্যাংক পদ্ধতির মাধ্যমে নাটোরের তফসিলী ২০টি ব্যাংকের ১০ টাকার ২১৫ জন হিসাবধারীর মাঝে প্রায় এক কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার রাণী ভবানী রাজবাড়ী চত্বরে প্রাকাশ্য ঋণ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মনোজ কুমার বিশ্বাস। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আয়োজনে প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রাকাশ্যে এই ঋণ বিতরণ মেলা করা হয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহা ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক হাসানুল ইসলাম, জনতা ব্যংক লিমিটেডের আঞ্চলিক উপ মহা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক এবং ঋণগ্রহিতাদের মধ্যে আরিফুল ইসলাম ও শিল্পী খাতুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রান্তিক চাষী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা। সহজ শর্তে তাদেরকে ঋণ প্রদান করলে তাদের অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। তাই তাদের দোরগোরায় প্রাকাশ্য মেলার মাধ্যমে মাত্র নয় শতাংশ সুদে ঋণ পৌঁছে দেওয়া হচ্ছে। ঋণপ্রদানকারী ব্যাংকগুলো প্রদত্ত ঋণ সময়মত আদায় করতে পারলে বাংলাদেশ ব্যাংকের সাড়ে তিন শতাংশ প্রণোদনা পাবেন। ভালো গ্রাহকদের জন্যে ব্যাংকের প্রণোদনার অংশবিশেষ ছেড়ে দেওয়ার বিষয় বিবেচনার আহ্বান জানিয়ে ব্যাংকিং কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির অনুরোধ জানানো হয়।