নিজস্ব প্রতিবেদক:
নাটোরে প্রিজাইডিং অফিসারদের সাথে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান,অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম সহ প্রশাসনের উদ্ধোর্তন কর্মকর্তাবৃন্দ।
সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন,অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই লক্ষে প্রতিটি প্রিজাইডিং অফিসারকে কাজ করতে হবে। কোনভাবেই যেন ভোট কেন্দ্রের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে। ভোট কেন্দ্রের বাহিরের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে তারা তাদের দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রের ভিতরের সব দায়িত্ব কঠোর ভাবে পালন করতে হবে আপনাদের।