নাটোর প্রতিনিধি: নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা।
আজ রবিবার সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্মা আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাংঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম।