নাটোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে টুর্নামেন্টের এ খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের (মেয়েদের) ফাইনাল খেলায় বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ০৭-০০ গোলে সদর উপজেলার কাঁঠালবাড়িয়া সরকারী প্রথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের (ছেলেদের) ফাইনাল খেলায় সদর উপজেলার আওড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ০৫-০০ গোলে বড়াইগ্রাম উপজেলার দিয়ার গাড়ফা সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুলসহ ক্রীড়ামোদিরা।
উল্লেখ্য এ টুর্নামেন্টে ৬ টি উপজেলার মোট ১২ টি দল অংশ নেয়।