নাটোরে বন্যার্ত মানুষের মাঝে সরকারী ত্রাণের পাশাপাশি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। আজ মঙ্গলবার দুপুরে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা স্কুল মাঠে বন্যার্ত অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের খাদ্য সহায়তা প্রদান করেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু, রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের ভাইস চেয়ারম্যান ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও ইউনিট সম্পাদক জালাল উদ্দিন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তরের কাংখিত লক্ষ্য নিয়ে উন্নয়ন কাজ করে যাচ্ছে। করোনা সংক্রমণ ও বন্যা পরিস্থিতিতে জীবন রক্ষা ও জীবিকার চাহিদা পূরণেও বিরামহীনভাবে কাজ করছি আমরা। যে কোন দূর্যোগ পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা বর্তমান সরকারের রয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের সম্পাদক জালাল উদ্দিন জানান, সাড়ে সাত কেজি করে চাল, এক কেজি করে ডাল, লবন, চিনি, সুজি ও সয়াবিন তেল সহযোগে একশত বস্তা খাদ্য সহায়তা উপজেলা প্রশাসনের প্রণীত তালিকা অনুসারে বন্যার্ত মানুষকে প্রদান করা হয়েছে। এরআগে জেলার সিংড়া ও গুরুদাসপুর উপজেলার মোট চারশ’ বন্যার্ত মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সংসদ সদস্য শিমুল এরআগে নলডাঙ্গা উপজেলার পাটুল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার সমাজ সেবা কার্যালয়ের উপকারভোগীর মাঝে ২০১৯-২০২০ অর্থ বছরের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার চেক বিতরণ করেন। উপজেলার প্রায় দেড় হাজার ব্যক্তি এসব সুবিধা পাচ্ছেন বলে উপজেলা সমাজ সেবা অফিস জানিয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু রায়হান বলেন, আজ মঙ্গলবার সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বিপৎসীমার ৯১ সেন্টিমিটার এবং নলডাঙ্গা হাট পয়েন্টে বারনই নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।