নিজস্ব প্রতিবেদক:
‘সন্ত্রাস-সাম্প্রদায়িকতা ও বৈষম্য-বঞ্চনা মুক্ত সমঅধিকার ভিত্তিক বাংলাদেশ চাই’ এই শ্লোগান নিয়ে নাটোরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার জেলা পরিষদের অনিমা চৌধুরী মিলনায়তনে সংগঠনের জেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি ও নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে সম্মেলনওে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তপন কুমার সেন, যগ্ম সম্পাদক অঙ্কুরঞ্জিত দাস, সংগঠনিক সমপাদক রমেন্দ্র নাথ মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্কারা বলেন হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, মুসলমানসহ সকলে মিলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল। বৈষম্যহীন সমাজ গঠনে বঙ্গবন্ধুসহ বর্তমান সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ আজও একটি গোষ্ঠী দেশে বিশৃংখলা সৃষ্টির জন্য সংখ্যালঘু হিন্দু সমপ্রদায়ের ওপর কথায় কথায় হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। আমরা এ দেশেরই সন্তান, প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে সকল বাধা দূর করে আমরা এ দেশেই অবস্থান করবো। সম্মেলনের দ্বিতীয় পর্বে আগামী দুই বছরের জন্য কমিটির নেতৃবৃন্দ নির্বাতি করা হবে। সম্মেলনে সংগঠনের সকল উপজেলার সবাপতি ও সম্পাদক সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।