নিজস্ব প্রতিবেদক:
বাচ্চু মিঞা একজন স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্থ। চলৎশক্তিহীন এই বৃদ্ধের ঠিকানা হয়েছে নাটোর সদর উপজেলার কাদিম সাতুরিয়া রিভারভিউ আশ্রয়ণ প্রকল্পে। বাচ্চু মিঞার মত হালিমা, জুলেখাদের মত প্রায় শত পরিবারের ঠিকানা এই আশ্রয়ণ। সকলের চোখে-মুখে আজ আনন্দের অশ্রু। প্রাপ্তির আনন্দ।
সুখের কান্নায় সোহাগী, সবেলা, ববিতারা যেন বাকরুদ্ধ। তাদের অস্ফুট দোয়া, দেশের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর পথচলা নির্বিঘ্নন হোক, মহান আল্লাহ তাকে দীর্ঘজীবন দান করুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আজ মঙ্গলবার কাদিম সাতুরিয়া রিভারভিউ আশ্রয়ণ প্রকল্পে নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পক্ষ থেকে প্রকল্পের শত পরিবারের মাঝে নতুন পোষাক, ১০ কেজি করে চাল এবং শুকনো খাবার বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়। সকলের বাড়িতে বাড়িতে নেতৃবৃন্দ উপহার সামগ্রী পৌঁছে দেন।
এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, মাদার অব হিউম্যানিটি গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সফল নেত্রী। দেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে তিনি নন্দিত।
অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মহান আল্লাহ্ দীর্ঘজীবন দান করুন।
সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, সাহসিকতা আর দূরদর্শীতার মূর্ত প্রতীক। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাবে দেশ।
নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।