নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বালু বোঝায় ড্রাম ট্রাকের চাপায় সুমন আহমেদ নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তঃত তিনজন পথচারী। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মরদেহটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮ টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত সুমন আহমেদ ব্র্যাক ব্যাংক নাটোর শাখার ক্যাশ অফিসার পদে কর্মরত ছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় থেকে কানাইখালী গামী দ্রুত গতির একটি বালু বোঝায় ড্রাম ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের পথচারী সহ একটি সিএনজি ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং আহত হয় আরো অন্তঃত তিন জন। এ সময় স্থানীয়রা ড্রাম ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করেন এবং মরদেহ উদ্ধার সহ আটক চালক ও চালকের সহকারীকে পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিক ভাবে জানা গেছে নিহত সুমন আহমেদ নাটোরের সাবেক জেলা প্রশাসক শামীম আহমেদের ভাই এবং ব্র্যাক ব্যাংক নাটোর শাখার ক্যাশ অফিসার পদে কর্মরত ছিলেন।