নিজস্ব প্রতিবেদক:
বাল্য বিবাহ নিরোধ কল্পে নিকাহ রেজিস্ট্রারদের করণীয় ও বিভিন্ন সমস্যা বিষয়ক আলোচনা এবং মরহুম কাজী শামসুল আলমের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা ও পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে সাহারাপ্লাজা রেস্তোরাঁয় নাটোর কাজী কল্যাণ সমিতি আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাটোর জেলা কাজী কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মুফতী কাজী রিয়াজুল হক মমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন, বিভাগীয় কাজী সমিতির সভাপতি আব্দুল বারী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম পিপি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক একরামুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, জেলা রেজিস্ট্রার শফিউল ইসলাম, জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী বাবর আলী, জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।