নাটোরে যাত্রীবাহী বাস চাপায় এক শিক্ষক সহ দুইজন নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে শহরের জজ কোর্ট এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষক অসিত কর্মকার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার অনিল কর্মকারের ছেলে ও অন্য পথচারীর নাম-পরিচয় জানা যায়নি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন ও স্থানীয়রা জানান , সকালে সিংড়ার দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস নাটোর শহরের জজ কোর্ট এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় দুই পথচারী বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। আতদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাজশাহী নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। বাসের চালক ও তার সহযোগী পলাতক রয়েছে।