নাটোরে বাড়ীতে ঢুকে বাড়ীর মালিক জাহানারা বেগম নামে এক বৃদ্ধাকে ছুড়িকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে নাটোর শহরের কানাইখালী এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত জাহানারা বেগম ওই এলাকার মৃত মাজেদ খান চৌধুরীর স্ত্রী। খবর পেয়ে পুলিশ সুপার সহ উদ্ধোর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন সোহান নামে এই কিশোরকে আটক করেছে পুলিশ।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, চুরি করার জন্য জাহানার বেগমের বাড়ীতে ঢুকে প্রতিবেশী সাইফুল ইমসলামের কিশোর ছেলে সোহান। এসময় জাহানারা বেগম তাকে দেখে ফেললে সোহান তার কাছে থাকা ধারালো ছুরি জাতীয় কিছু দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় জাহানারা বেগমের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে প্রতিবেশী সাইফুল ইসলামের ছেলে সোহানের নাম উঠে এলে পুলিশ তাকে ওই এলাকা থেকে সোহানকে আটক করে। মরদেহটি ম,য়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।