নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার মামলায় ৩১ নেতা-কর্মিকে কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সুত্রে ও মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুরিদর্শক জালাল উদ্দিন জানান, গত ২২ নভেম্বর সকালে বিএনপি নেতা-কর্মিরা শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবীতে বিক্ষোভ কর্মসুচি শুরু করেন। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরে গিয়ে শান্তিপূর্ন কর্মসুচি পালন করতে বললে নেতা-কর্মিরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ ঘটনায় নাটোর সদর থানার ওসি ও সাংবাদিক সহ অন্তঃত ২০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ১১৬ জন নেতা-কর্মির নাম ও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থান থেকে ১২ জনকে গ্রেফতার করে। পরে অভিযুক্তরা উচ্চ আদালত থেকে জামিন নেয়। জামিনের মেয়াদের আজ শেষ দিনে ৮০ জন নেতা-কর্মি আদালতে উপস্থিত হয়ে পুনরায় জামিনের আবেদন করলে আদালতের বিচারক ৩১ নেতা কর্মির আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।