নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন,বাবুল চৌধুরী, ফয়সাল আলম আবুল, আফতাব আলী সহ দলীয় নেতা-কর্মিরা। সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসুচি পালন করতে দলীয় কার্যালয়ে আসার পথে এমপি শিমুলের সন্ত্রাসী কোয়েল বাহিনীর সদস্যরা জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে সড়কের ওপর ফেলে লাঠি সোটা,হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম করে। পিটানোর এক পর্যায়ে রহিম নেওয়াজ অচেতন হয়ে সড়কে পড়ে থাকলে রহিম নেওয়াজ মারা গেছে ভেবে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রহিম নেওয়াজকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে ঢাকার রিলায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রহিম নেওয়াজের ওপর হামলাকারী কোয়েল বাহিনীর সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানান তারা। বিএনপি এখনো ধর্য্য ধরে মাঠে রয়েছে। দ্রুত কোয়েল বাহিনীকে গ্রেফতার করা না হলে আগামীতে নাটোরের আওয়ামীলীগ ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।