নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বিএনপি নেতা সাইফুল ইসলাম আফতাবের উপর হামলা করে তাকে জখম করার অভিযোগ করেছে জেলা বিএনপি। আজ রবিবার সকালে শহরের স্টেশন বড়গাছা এলাকায় তার নিজ বাড়ীর সামনে তার উপর হামরা করে দূর্বত্তরা। আহত বিএনপি নেতা সাইফুল ইসলাম আফতাব জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ষ্টেশন বড়গাছা মহল্লার খলিল উদ্দিনের ছেলে। তবে জেলা আওয়ামী লীগের দাবী তাদের কোন নেতা কর্মি কারো উপর হামলা বা মারপিট করেনি। আর পুলিশের দাবী স্টেশন বড়গাছা এলাকায় এমন কোন ঘটনা ঘটেনি। আহত সাইফুল ইসলাম আফতাব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন। ফরহাদ আলী দেওয়ান শাহীন জানায়, সকাল সাড়ে ৮ টার দিকে শহরের স্টেশন বড়গাছা এলাকার তার নিজ বাড়ী থেকে দলীয় কার্যালয়ের যাওয়ার জন্য বের হন সাইফুল ইসলাম আফতাব। এ সময় একটি মটরসাইকেল বহর নিয়ে গিয়ে সাইফুলের উপর হামলা করে তারা। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলিও করে। এ সময় আফতাবের শরীরে ২টি গুলি বৃদ্ধ হয়। ঘটনাটি পরিবারের সদস্যরা জানতে পেরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে নাটোর জেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। সকালে তাদের দলীয় নেতা কর্মিদের মাধ্যমে জানতে পেরেছেন আওয়ামীলীগের কর্মিরা মটরসাইকেল বহর নিয়ে গিয়ে বিএনপি নেতা আফতাবকে মারধর ও পায়ে গুলি করেছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। বিএনপি নেতার উপর হামলার বিষয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসমাম রমজান বলেন, আওয়ামীলীগ বা দলের কোন অঙ্গ সংগঠনের কোন নেতা-কর্মীরা মটরসাইকেল বহর নিয়ে বের হয়নি আর কারো উপর কোন হামলাও করেনি। জেলা আওয়ামীলীগ শন্তি সমাবেশ সহ দলীয় বিভিন্ন কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে পালন করছে। এমন হামলার ঘটনা ঘটে থাকলে তা তাদের কোন্দল হতে পারে। এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, বিএনপির কোন নেতা কর্মির উপর হামলা গুলি বর্ষণ করা হয়েছে এমন কোন ঘটনা ওই এলাকায় হয়নি। ভোর থেকে ওই এলাকায় পুলিশ টহল রয়েছে। এমন কোন ঘটনা ঘটলে তিনি অবশ্যই জানতেন। তারপরও তিনি বিষয়টি খোঁজ নিবেন।