নাটোরে বিল থেকে মোজাম্মেল হোসেন মোজা (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার ধলাট গ্রামের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোজাম্মেল হোসেন ওই এলাকার মৃত রমজান আলীর ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) আবু সিদ্দিক ও এলাকাবাসীরা জানান, সকালে বাড়ী থেকে বের হয় মোজাম্মেল হোসেন। এরপর আর বাড়ীতে ফিরে আসেনি। দুপুরে স্থানীয়রা ধলাট বিলের মধ্যে মোজাম্মেলের মরদেহটি পড়ে থাকতে দেখে তার বাড়ীর লোকজন ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে মোজাম্মেলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি বাড়ীতে নিয়ে যায়। এরপর পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ী পরিদর্শন করেন। তবে কিভাবে মোজাম্মেল মারা গেছে এব্যাপারে পুলিশ বা নিহতের পরিবারের কেউ কিছুই বলতে পারেনি। পুলিশ মরদেহটির সুরৎহাল প্রতিবেদন তৈরী করছে।