‘মুজিব বর্ষের অঙ্গিকার-সুরক্ষিত ভোক্তা অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্বভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা ও ক্যাবের যৌথ আয়োজনে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক সামসুল আলম, ক্যাবের সাধারণ সম্পাদক রইস উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, একজন ভোক্তার অধিকার কি সে বিষয়ে জানতে হবে। যদি অধিকার পুরণ না হয় তবে তার করণীয় সম্পর্কেও সবাইকে সচেতন হতে হবে। ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন হলে একজন ভোক্তা তার মৌলিক অধিকার পূরণে সফল হবে।