নিজস্ব প্রতিবেদক
“ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে” এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বির সভাপিতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু সহ কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, পর্যটনে মানুষ বিভিন্ন বিষয়ে বাস্তব জ্ঞান লাভ করতে পারে। দেশ ও দেশের মানুষ, প্রকৃতি সম্পর্কে জানতে পারে যার দ্বারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে। এ ছাড়াও বিভিন্নভাবে মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। তাই পর্যটন ব্যবস্থাকে আরো বেশী কাজে লাগাতে হবে।