নিজস্ব প্রতিবেদকঃ
পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ এই পতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনার মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১০ টার কালেক্টর ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান,জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন, শিক্ষাবীদ অলোক কুমার মৈত্র সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। এ সময় বক্তারা বলেন, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ১৯৮০ সাল থেকে বিশ্ব পর্যটন দিবস পালন করা শুরু করে। যা প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। দিবসটি আন্তর্জাতিক পর্যটন বিকাশে বিশ্ববাসীকে সচেতন করে এবং বিশ্ব পর্যটনের উন্নতিকল্পে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ করে।