নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বড়াইগ্রাম ও নলডাঙ্গা শহর বিএনপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএপির অস্থায়ী কার্যালয়ে এই কাউন্সিলের উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা কাজী শাহ আলম, শহিদুল ইসলাম বাচ্চু, রুহুল আমিন তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনের প্রথম অধিবেশনে ভার্চুয়ালী যুক্ত হন বিএনপির কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে অধিবেশন শেষে বড়াইগ্রাম ও নলডাঙ্গা শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হবে বলে জানান জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার পতনের আন্দোলনে তারেক রহমান হুইসেলে ফুঁ দিলে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। বিএনপির শাসনামলে প্রতি ইউনিট বিদ্যুৎতের দাম ছিল তিন টাকা। তা বর্তমান সরকারের আমলে বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা থেকে ১৭ টাকা। কুইক রেন্টালের নাম দিয়ে এই সরকার বাংলাদেশের মানুষকে কুইক আলো দিয়েছিল। সেই সরকার এখন আর কুইক আলো দিতে পারছেন না। আজকে বাংলাদেশ সরকারের তেল কেনার টাকা নেই। বিদ্যুৎ চালানোর মতো অর্থ নাই, ডিজেল, পেট্টল কেনার টাকা নাই। আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ শ্রীলঙ্কার চাইতে খারাপ অবস্থার দিকে যাবে। সেই প্রস্তুতি দেশের সকল নেতাকর্মিকে নিতে হবে।