নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ভায়রাল কলেজ শিক্ষিকার মৃত্যুর ঘটনায় স্বামী কলেজ ছাত্র মামুন হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। আজ সোমবার বিকেল পৌনে ৬ টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসলেম উদ্দিন এই নির্দেশ দেন। এর আগে দুপুরে মামুনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। মামুন হোসেন গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা পাটপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং নাটোর এন এস সরকারী কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র।
আদালত সুত্রে জানা যায়, কলেজ শিক্ষিকা খায়রুন নাহার মৃত্যুর ঘটনায় ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। এদিকে মামুনের পক্ষে আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী। এ সময় আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিন জামিন আবেদন না মঞ্জুর করে মামুনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লখ্য,গতকাল রবিবার সকালে নাটোর শহরের বলারিপাড়া এলাকার ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী কলেজ ছাত্র মামুন হোসেনকে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ। এছাড়াও একটি ইউডি মামলা দায়ের করেছে পুলিশ।