নাটোর প্রতিনিধি:
নাটোরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে চাকরি নেওয়ার অপরাধে ৫ পুলিশ কনস্টেবলকে আড়াই বছর করে কারাদন্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক খোরশেদ আলম এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, নাটোরের লালপুরের বিলমাড়ীয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সাজেদুর রহমান সাজিদ (২৩), আব্দুস সাত্তার ওরফে দেলুর ছেলে জুবায়ের ওরফে পলাশ,নলডাঙ্গা উপজেলার কাঠোয়াগাড়ি গ্রামের বাবলু মোল্লার ছেলে সাইদুর রহমান (২২),হাবিবুর রহমানের ছেলে আমির আলী (২৩) ও গুরুদাসপুর উপজেলার হাসমারি গ্রামের মৃত মজিবর মন্ডলের ছেলে রফিকুল ইসলাম।
মামলা সুত্রে জানা যায়, গত ২০১১ সালে জাল মুক্তিযোদ্ধা সনদ প্রদর্শন করে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ নেয়। পরে ট্রেনিং এর সময় পুলিশি ভেটিংয়ে তাদের জাল সনদের তথ্য পাওয়া যায়। এরপর নাটোর পুলিশ লাইনের আর ওয়াই মামুন ওই ৫ জনের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন। (মামলা নাম্বার-৩২/১২) মামলা দায়েরের পর
তৎক্ষণাৎ তাদেরকে বরখাস্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর অভিযুক্তরা আদালতের মাধ্যমে জামিনে বের হয়। দীর্ঘদিন মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন চলে। এরপর আদালতের বিচারক আজ মামলার শুনানীর দিন ধায্য করেন। নির্ধারিত দিনে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক খোরশেদ আলম এর আদালতে হাজিরা দিতে আসলে আদালতের বিচারক তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।