নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নাটোর জেলা শাখার নতুন কার্যকরি কমিটির অভিষেক আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৪১জন ভূমি কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নাটোর জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আসলাম, কল্যাণ সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি মৌদুদুর রহমান ও মহাসচিব সাইফুল ইসলাম এবং নাটোর কালেক্টরেটের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মনিমুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূলের ভূমি কর্মকর্তাবৃন্দ নিরলসভাবে নাগরিকদের ভূমি সেবা প্রদান করে যাচ্ছেন। পাশাপাশি রাজস্ব সংগ্রহ করে সরকারী কোষাগারে জমা করছেন। এই রাজস্ব ব্যবহার করে চলছে সরকারের তথা দেশের উন্নয়ন কর্মকান্ড।
অনুষ্ঠানে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নাটোর জেলা শাখার নব নির্বাচিত ত্রি-বার্ষিক কার্যকরি কমিটির সভাপতি আলমগীর হোসেন খান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান জুয়েলসহ ২১ সদস্যের পরিষদকে বরণ করে নেওয়া হয়। বিগত সময়ে ভূমি কর্মকর্তা হিসেবে অবসরে যাওয়া ৪১ ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।