নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণের দায়ে এক কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান পরিচালনা করে এই অর্থ দন্ড প্রদান করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিবুল আহসান জানান, মঙ্গলবার সকালে লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় গুড় তৈরীর কারখানাগুলোতে অভিযান পরিচালনা করে র্যাবের একটি টিম। এ সময় ঐ এলাকার জমির উদ্দিন বিশ্বাসের ছেলে মোস্তাক বিশ্বাসের গুড় তৈরীর কারখানায় পনের টন ভেজাল গুড় ও গুড় তৈরীর উপকরণসমূহ জব্দ করা হয়। জব্দকৃত উপকরণের মধ্যে রয়েছে পাঁচ কেজি ফিটকারী, ২০ কেজি ময়দা, ৩১৬ টি গুড় রাখার টিন, তিন লিটার ক্ষতিকারক রং এবং ২০০ কেজি চিনি। পরে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতের বিচারক কারখানা মালিক মোস্তাক বিশ্বাসকে ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণের দায়ে দুই লাখ টাকার অর্থ দন্ড প্রদান করেন। আদালতের নির্দেশনায় ভেজাল গুড় ও গুড় তৈরীর উপকরণসমূহ ধ্বংস করা হয় এবং জব্দকৃত চিনি নিলামে বিক্রির জন্যে সংরক্ষণ করা হয়।