নাটোরে ভোটার হালনাগাদ কর্মসূচীর আওতায় অন্তর্ভূক্তির হিসেবে জেলায় ভোটার সংখ্যা বৃদ্ধির হার সাড়ে সাত শতাংশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই তথ্য জানিয়ে বলা হয়, ২০১৯ সালে হালনাগাদ কর্মসূচীর আওতায় জেলায় ভোটার সংখ্যা বেড়েছে মোট ৯৭ হাজার ৩৫৩ জন।
সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, নাটোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ। জেলা নির্বাচন কর্মকর্তা আছলাম সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন।
সভায় বক্তারা বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র আমাদের বড় প্রাপ্তি-যা নাগরিক সেবা গ্রহনে সহায়ক ভূমিকা পালনের মধ্য দিয়ে জীবনকে সহজ ও সুন্দর করছে। ডিজিটাল বাংলাদেশ গঠনে জাতীয় পরিচয়পত্র গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে ২০১৯ সালে ভোটার হালনাগাদ কর্মসূচীর আওতায় আবেদনকারী ব্যক্তিদের মধ্যে থেকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত মোট ১৪ ব্যক্তির হাতে সভা প্রধান স্মার্ট জাতীয় পরিচয়পত্র হস্তান্তর করেন। এই কর্মসূচীর আওতায় বিদ্যমান ১৩ লাখ চার হাজার ১৬৪ জন ভোটারের সাথে তালিকায় নতুন ৯৭ হাজার ৩৫৩ জন ভোটার অন্তর্ভূক্ত হয়েছেন। একই সময়ে ভোটার তালিকা থেকে মৃত্যু, স্থানান্তর ইত্যাদি কারনে বাদ পড়েছেন ১৫ হাজার ৬০৭ জন ভোটার। বর্তমানে জেলার মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৮৫ হাজার ৯১০ জন। ভোটার সংখ্যা বৃদ্ধির হার ৭.৪৬ শতাংশ।
জেলা নির্বাচন কর্মকর্তা আছলাম বলেন, ভোটার তালিকায় নতুন অন্তর্ভূক্ত ৯৭ হাজার ৩৫৩ জন ভোটারের স্মার্ট জাতীয় পরিচয়পত্র জেলার সাতটি উপজেলা নির্বাচন অফিস ছাড়াও জেলার আটটি পৌরসভার ওয়ার্ড এবং ৫২টি ইউনিয়ন পর্যায়ে বিতরণ কাজ গত ১৭ ফেত্রুয়ারি মাসে শুরু হয়েছে। বিতরণ কার্যাক্রম চলতি মাসের মাঝামাঝি সময়ে শেষ হবে বলে আশা করা হচ্ছে।