নাটোর প্রতিনিধি: মহানবী (সাঃ) এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার নাটোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আহলে হাদিস জামা’আত ও আহলে হাদিস ছাত্র সমাজের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা আহলে হাদিস জামা’আতের সভাপতি মাওলানা বাবর আলী, কেন্দ্রীয় নায়েবে আমীর ডক্টর মোছলেহ্ উদ্দিন, সেক্রেটারী জেনারেল এ.এস.এম আব্দুল লতিফ, জেলা সেক্রেটারী মাওলানা গোলাম আযম, আহলে হাদিস ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি তৌহিদ বিন তোফাজ্জল হক, সেক্রেটারী জেনারেল জাকারিয়া হোসেনসহ নেতৃবৃন্দ। এসময় বক্তারা রাসুল (সাঃ)সহ ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানান। সেই সাথে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক শিথিলকরণ ও সংশ্লিষ্ট রাষ্ট্রদুতকে আহবান করে কৈফিয়ত তলব এবং তাদের তৈরী পণ্য বর্জনের জন্য সরকারী পদক্ষেপেরও দাবী জানান তারা।